যুদ্ধের দোহাই দিয়ে দুর্ভিক্ষের কথা বলে জনমনে আতঙ্ক ছড়াচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়ে দুর্ভিক্ষের কথা বলে প্রধানমন্ত্রী জনমনে আতঙ্ক ছড়াচ্ছেন। আওয়ামী লীগের আমল মানেই দুর্ভিক্ষ বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি বলেন, ১৪ বছর ধরে নির্যাতনের শিকার মানুষ সর্বশক্তি দিয়ে জেগে উঠেছে। জনগণ আটঘাট বেধে শেষ প্রস্তুতি নিয়ে রাজপথে নেমে এসেছে।
সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন সরকারের দাবিতে রাজপথে জনগণের বাঁধভাঙা উত্তাল স্রোত দেখে সরকারের বুকে কাঁপন ধরেছে। এজন্য মন্ত্রীরা প্রলাপ বকছে বলে মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, বিদায়লগ্নে আওয়ামী লীগের সমাবেশে লোক সমাগম কমে গেছে। পথে পথে বাধা দিয়েও বিএনপির সমাবেশে মানুষের যোগ দেয়া থামানো যায়নি বলে দাবি করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।