যুদ্ধ নয়, শান্তি চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
যুদ্ধ নয়, শান্তি চায় বাংলাদেশ। তবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্বশীলতার সাথে অর্পিত দায়িত্ব পালনে নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের নির্দেশ দেন।
চট্টগ্রামের নেভাল একাডেমিতে বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান ২০১৮ আলফা এবং ডিইও ২০২০ ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান ২০২০- এর আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও টেলি কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ৬৩ জন নবীন কর্মকর্তার কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি।
ব্যাচে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা অফিসার ক্যাডেটদের প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন নৌবাহিনী প্রধান।নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন সরকার প্রধান।সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেম নিয়ে জাতির পিতার নির্দেশনা মেনে নবীন সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের প্রস্ততির কথা জানিয়ে স্বাস্থ্যবিধি মানার তাগিদ দেন সরকার প্রধান।সমুদ্র সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান প্রধনমন্ত্রী শেখ হাসিনা