যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধোনিকে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধোনিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর আগে, শহরের বেজপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে তিনি দুর্বৃত্তদের আক্রমণের শিকার হন। ঘটনার পর থেকেই এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, বেলা সোয়া ১১টার দিকে বাড়ির সামনের একটি ফার্মেসিতে বসেছিলেন ধোনি। এ সময় একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধোনিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণে আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশের একাধিক টিম।