যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে রক্ষায় ত্রাতা হিসেবে হাজির হয়েছিলেন ট্রাম্প
- আপডেট সময় : ০৭:৫৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে রক্ষায় ত্রাতা হিসেবে হাজির হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন লেখক বব উডওয়ার্ডকে দেয়া এক সাক্ষাৎকারে সেকথা স্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
বব উডওয়ার্ড তার নতুন বই- রেইজ এ খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের ভূমিকা ও মার্কিন প্রেসিডেন্টের নেয়া পদক্ষেপের ব্যাপারে নতুন এ তথ্য তুলে ধরেছেন। আগামী ১৫ সেপ্টেম্বর বব উডওয়ার্ডের লেখা বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার কথা রয়েছে। তবে উডওয়ার্ডকে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন না, সৌদি যুবরাজ খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। যদিও যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো এই হত্যাকাণ্ড যুবরাজের নির্দেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে। মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্টের সাবেক কলামিস্ট ও রাজ পরিবারের কট্টর সমালোচক জামাল খাশোগি তুনস্কের সৌদি কনস্যুলেটে হত্যাকাণ্ডের শিকার হন।