যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ
- আপডেট সময় : ০৯:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
কংগ্রেসের মধ্য দিয়ে আওয়ামী যুবলীগের নতুন নেতৃত্ব ঘোষণা করা হলো। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ ফজলুল হক মনির বড় ছেলে শেখ ফজলে শামস পরশ। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মাইনুল হোসেন খান নিখিল। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে নতুন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
২০১২ সালে ৬ষ্ঠ কংগ্রেসের মধ্য দিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ওমর ফারুক চৌধুরী। মেয়াদের শেষ দিকে এসে তার বিতর্কিত কর্মকান্ডের প্রেক্ষিতে নানা জল্পনা কল্পনা ছিলো ৭ বছর পর অনুষ্ঠিত ৭ম জাতীয় কংগ্রেসের মাধ্যমে যুবলীগের নতুন নেতৃত্বকে ঘিরে।
শনিবার দ্বিতীয় অধিবেশনে চেয়ারম্যান হিসেবে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে শেখ ফজলে শামস পরশের নাম প্রস্তাবনায় আসে। সর্বসম্মতিক্রমে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। আর সাধারণ সম্পাদক হিসেবে ৭ জনের নাম প্রস্তাবনায় এলেও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পরামর্শক্রমে সাধারণ সম্পাদক হন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল।
নতুন চেয়ারম্যান ফজলে শামস পরশ রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় যুক্ত। নির্বাচিত হয়ে নেতাকর্মীদের কাছে নিজের আবেগ অনুভুতি তুলে ধরেন তিনি।
যুবলীগের নতুন নেতৃত্বে স্বস্তি এসেছে নেতাকর্মীদের মাঝে। তাদের আশা, ক্লিন ইমেজের মধ্য দিয়ে সংগঠনে গতিশীলতা আসবে।