যুবলীগের নতুন সদস্যরা মানুষের কল্যাণে কাজ করবে
- আপডেট সময় : ০১:৪৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
যুবলীগের নতুন সদস্যরা মানুষের কল্যাণে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের সভাপতি শেখ ফজলে শামস পরশ। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।
এসময় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। এসময় তিনি আরো বলেন, দলের প্রয়োজনে যেকোন সংকটে রাজপথে থাকবে আওয়ামী লীগের এই সহযোগী সংগঠন। শেখ পরশ এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কাজ যাতে যুবলীগের কোন নেতাকর্মী না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শ্রদ্ধা জানান প্রেসিডিয়ামে সদস্য মুজিবুর রহমান নিক্সন এবং শেখ সোহেল উদ্দিন, শেখ জুয়েলসহ অনেকে। এবারের পূর্ণাঙ্গ কমিটিতে এসেছে বেশকিছু নতুন মুখ। তাদের মধ্যে সাবেক ছাত্রনেতা এবং আইনজীবীর সংখ্যা বেশি। রয়েছেন অন্যান্য পেশাজীবীরাও। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিকও রয়েছেন। তবে, সংগঠনটির আগের কমিটিতে থাকা অনেক নেতা বাদ পড়েছেন।