যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে দুদকের আবেদন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাঈল চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুদক। রোববার শুনানি হবে বলে জানিয়েছে দুদকের আইনজীবী।
সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। ২২ আগস্ট চিকিৎসা সংক্রান্ত নথি দেখে, শর্তসাপেক্ষে সম্রাটকে জামিন দেয় ঢাকার বিশেষ জজ আদালত ৬ এর বিচারক আল আসাদ মোহাম্মদ আরিফুজ্জামান। তার পাসপোর্ট জমা দিতে শর্ত দেয়া হয়। গত ১০ আগস্ট আপিল বিভাগ তার জামিন আবেদন নামঞ্জুর করে। এর আগে ১১ মে সব মামলায় জামিনের পর মুক্তি পান সম্রাট। ১৮ মে তার জামিন বাতিল করে হাইকোর্ট। সেইসঙ্গে ৭ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়।