যুব এশিয়া কাপে করোনার হানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
যুব এশিয়া কাপে করোনার হানা। ম্যাচ চলাকালীন আম্পায়ারের করোনা রিপোর্ট পজিটিভ আসায় বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
এ দিন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলংকা। শারজায় টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৩২ ওভার ৪ বলে ৪ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে টাইগার যুবারা। তখনই খবর আসে ম্যাচের আম্পায়ার করোনা পজিটিভ। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে এসিসি।ম্যাচে ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেছিলেন প্রান্তিক নাবিল। নেট রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। শেষ চারের ম্যাচে ভারতের মোকাবেলা করবে টাইগার যুবারা।