যুব বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে আজ মাঠে নামবে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
যুব বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে আজ মাঠে নামবে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগার যুবারা। অ্যান্টিগায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
শেষবার এই ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক শিরোপা জেতে বাংলাদেশ দল। তাই অতীত আত্মবিশ্বাসকে পুঁজি করেই মাঠে আইচ মোল্লা-প্রান্তিক নাবিলরা। এই ম্যাচকে ঘিরে সেরা প্রস্তুতি নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও পরের দুই ম্যাচে জয় তুলে স্বরূপে ফেরেন টাইগার যুবারা। রাকিবুল থেকে রিপন মন্ডল, সবাই আত্মবিশ্বাসী সেরাটা দিতে। অতীত পরিসংখ্যানে পিছিয়ে বাংলাদেশ। শেষ পাঁচবারের দেখায় ভারতের তিন জয়ের বিপরীতে ১ ম্যাচে জিতেছে লাল-সবুজ দল।