দেশের নেতৃত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে ৩৫ দশমিক ৪ শতাংশ তরুণ

- আপডেট সময় : ০৬:৪৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ১৭২১ বার পড়া হয়েছে
দেশের নেতৃত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে ৩৫ দশমিক ৪ শতাংশ তরুণ। আর নীতি পরিবর্তন হলেই ৪৬ দশমিক ৬ শতাংশ তরুণ দেশের নেতৃত্বে অংশ নেবে। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ-এর জরিপে এসব তথ্য উঠে আসে। আর ৬৯ দশমিক ৪ শতাংশ তরুণ দুর্নীতি ও স্বজন প্রীতিকে উন্নয়নের প্রধান বাধা হিসেবে দেখছেন। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত যুব সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশ হোক তেমন যুবরা চায় যেমন শীর্ষক যুব সম্মেলনের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ।
সম্মেলনে সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত এক মাসে পাঁচ হাজার ৭৫ জন তরুণের ওপর পরিচালিত অনলাইন জরিপের
ফলাফল উপস্থাপন করেন, সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।
যুবসমাজ ভবিষ্যতে দেশের দায়িত্ব নিতে কতোটা প্রস্তুত- তা নিয়ে প্রানবন্ত বিতর্ক হয়।
আলোচকরা বলেন, অসহিষ্ণু রাজনীতিই তরুন সমাজের মুল ধারার রাজনীতিতে আসার ক্ষেত্রে অন্তরায়।
তরুনদের নতুন নতুন আইডিয়া বাস্তবায়ন করা, স্থায়ী উন্নয়নের জন্য রাজনীতিতে আনার পরিবেশ সৃস্টি করার সুপারিশ করেন তারা।
সিপিডির সম্মানীয় ফেলো ড.মোস্তাফিজুর রহমান বলেন, উন্নত বাংলাদেশ নয়, অন্তভুক্তিমুলক বাংলাদেশ গড়তে হবে।
নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মানীত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে এখন সবচেয়ে বড় সম্ভাবনাময় জনশক্তি যুবরা। তাই সামনের নির্বাচনে যুব সমাজের অংশগ্রহণকে আরও জোরদার করতে হবে।