যেকোনো প্রয়োজনে সশস্ত্র বাহিনী কাজ করবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৪:০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
- / ১৭৯৫ বার পড়া হয়েছে
দেশের যেকোনো প্রয়োজনে সশস্ত্র বাহিনী কাজ করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, দক্ষতা ও সুনামের সাথে সেনাসদস্যরা দায়িত্ব পালন করছে। সারা পৃথিবীতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সুনাম অর্জন করেছে।
রাজশাহীতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের তৃতীয় বীর পুনর্মিলনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকালে এ অনুষ্ঠানে যোগ দিয়ে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন সরকারপ্রধান। বলেন, সেনাবাহিনী যেখানে যাচ্ছে, সেখানেই আস্থা ও বিশ্বাস গড়ে তুলছে। শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও তারা অবদান রেখে দেশের জন্য সুনাম বয়ে আনছে। প্রধানমন্ত্রী বলেন, সর্বপ্রথম জাতির পিতা একটি পেশাদার, প্রশিক্ষিত ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে প্রয়সী হন। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে
প্রযুক্তি জ্ঞানসম্পূর্ণ যুগোপযোগী সামরিক বাহিনী গঠনের লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। ‘ফোর্সেস গোল-২০৩০’ এর মাধ্যমে তা বাস্তবায়ন অব্যাহত রয়েছে।