যেখানে দুর্নীতি ও অনিয়ম সেখানেই আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে : স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
যেখানে দুর্নীতি ও অনিয়ম– সেখানেই আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকার মেরুল বাড্ডায় রেবের অভিযান তারই অংশ বলে জানান তিনি।
দুপুরে মগবাজার ওয়ারলেস কলোনি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন- এসটিএসের উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একথা বলেন। আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেই সিরাজগঞ্জে জঙ্গী আস্তানার জঙ্গীরা আত্মসমর্পণ করেছে। জঙ্গীরা আক্রমণ করে দেশকে আর অন্ধকারে নিতে পারবে না বলে তারা আত্মসমর্পণে বাধ্য হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা সবসময় তৎপর আছে বলেই সেই নির্ভরতার জায়গা থেকেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।