যেসব নেতাকর্মী গুম হয়েছেন, তাদের সবাইকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া সরকারের দায়িত্ব
- আপডেট সময় : ০৭:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু ইলিয়াস আলীই নয়, এ পর্যন্ত যেসব নেতাকর্মী গুম হয়েছেন, তাদের সবাইকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া সরকারের দায়িত্ব।
দুপুরে রাজধানীর বনানীতে ইলিয়াস আলীর বাসায় তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এসময়ে আবেগ আপ্লুত হয়ে তিনি আরো বলেন, ইলিয়াস আলীর পরিবার জানে না, তার সন্তানেরা বাবার জন্য কী করবে? না কবরের পাশে দোয়া করবে? এসময়ে তিনি বলেন, আওয়ামী লীগ দীর্ঘকাল গণতন্ত্রের ও মানুষের অধিকারের জন্য সংগ্রাম করলেও বর্তমানে সে দলটির হাতেই গত একযুগ ধরে মানুষ নির্যাতিত হয়ে আসছে বলে দাবি করেন তিনি। এছাড়া দেশে কোন মানুষই এখন নিরাপদ নয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। কার ইঙ্গিতে দেশ চলছে এমন প্রশ্নও তোলেন বিএনপি মহাসচিব। স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে এসময়ে মির্জা ফখরুল একইসঙ্গে খালেদা জিয়ার পক্ষে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।