যেসব বাড়ীতে করোনা রোগী রয়েছে সেখানে কঠোর লকডাউনের নির্দেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
যেসব বাড়ীতে করোনা রোগী রয়েছে, সেখানে কঠোর লকডাউন বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নুর তাপস।
দুপুরে নগর ভবনে ওয়ারীর লকডাউন নিয়ে পর্যালোচনা সভায় সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেন তিনি। করোনা আক্রান্ত বাড়ির বাসিন্দাদের বাড়ী থেকে বের না হওয়ার আহবান জানান তিনি। এ ব্যাপারে লকডাউনে বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্তদের কড়া নির্দেশ দেন। এসময় তিনি আরো বলেন, ই-কমার্স প্লাটফর্মে সুনির্দিষ্ট ব্যক্তিদের নামের তালিকা প্রদান করতে হবে। এছাড়া তালিকার বাইরের কেউ সেখানে যাতায়াত করতে পারবেন না বলেও জানান শেখ ফজলে নুর তাপস। এসময় তিনি কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ লকডাউন কার্যকরে জনগণকে সর্বাত্মক সহযোগিতার অনুরোধ জানান তিনি।