যে কারণে ভারতে কোভিড মহামারির বিধ্বংসী রূপ
- আপডেট সময় : ০৯:৪২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বিশ্বে সবশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ৮৫৮ জন। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ ৪৮ হাজার ৭৮১ জনে। এদিকে, গণজমায়েত, অতি সংক্রামক করোনা ধরন ও টিকাদানের নিম্ন হারের কারণে ভারত করোনার নতুন ঢেউয়ে পর্যুদস্ত বলে দাবি করছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।
আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এর মধ্যে সুস্থ হয়েছে ১২ কোটি ৬৯ লাখ ৮২ হাজার ১৩৭ জন। ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৯ লাখ ২৭ হাজার ৯১ জন। আর ৫ লাখ ৮৭ হাজার ৩৮৪ জন মারা গেছেন। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৬৩৭ জন এবং মারা গেছেন ২ লাখ ১১ হাজার ৬৫ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র তারেক জাসারেভিক বলেছেন, ভারতে এত খারাপ পরিস্থিতির কারণ গণজমায়েত নিয়ন্ত্রণ করতে না পারা, করোনার অতি সংক্রামক ধরন বিস্তৃতভাবে ছড়িয়ে পড়া এবং জনসংখ্যার তুলনায় টিকা প্রয়োগের নিম্নহার। এদিকে, ভারতের স্থানীয় একটি গণমাধ্যম দিল্লির পৌরসভা কর্পোরেশনের অধীনস্ত শ্মশান এবং কবরস্থান থেকে সৎকার হওয়া কোভিডে মৃতদের জোগাড় করা তথ্যে গরমিল পেয়েছে।