যে কোনো দেশের কাছ থেকে নিজের প্রয়োজনমতো অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে পারবে ইরান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
আজ থেকে কোনো আইনগত বাধা ছাড়াই যে কোনো দেশের কাছ থেকে নিজের প্রয়োজনমতো অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে পারবে ইরান। একই সঙ্গে যে কোনো দেশের কাছে অস্ত্র বিক্রিও করতে পারবে দেশটি। ১৩ বছর আগে জারি করা জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা আজ থেকে উঠে যাওয়ায় এই সুবিধা পেতে যাচ্ছে ইরান।
বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে, ইরানের ওপর রোববার থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিভাবে উঠে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ববাসীর জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২০ সালের ১৮ অক্টোবর ইরানের ওপর থেকে স্বয়ংক্রিয় ও নিশ্চিতভাবে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এ ব্যাপারে ঘটা করে কোনো ঘোষণা দেয়ার প্রয়োজন নেই।