যে কোন দেশে তিন মাসের খাদ্য কেনার রির্জাভ থাকাই যথেষ্ট : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৩০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
দেশের রির্জাভ নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, কোন দেশে তিন মাসের খাদ্য কেনার মতো রির্জাভ থাকা যথেষ্ট বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সারাদেশে ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন। জ্বালানি সাশ্রয়ে বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশ ব্যবস্থা নিচ্ছে, তারই অংশ হিসেবে জ্বালানি সাশ্রয় করা হচ্ছে দেশেও। এতে উদ্বিগ্ন হবার কিছু নেই। রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধের ফলে অস্ত্র ব্যবসায়ীরা লাভবান হয়েছে। আর বিপদে পড়েছে উন্নয়নশীল দেশগুলো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিদেশগামীদের সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাওয়ার আহবানও জানান।
তিন মাসের খাদ্য কেনার মতো রির্জাভ যথেষ্ট বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশে ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। সারা বিশ্বের মতো দেশেও জ্বালানি সাশ্রয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এতে উদ্বিগ্ন হবার কিছু নেই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অর্থহীন। এতে অস্ত্র ব্যবসায়ীরা লাভবান হয়েছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান।
উপজেলা পর্যায়ে ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এতে প্রধানমন্ত্রী বলেন, দেশের রির্জাভ নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। কিন্তু, এ বিষয়ে বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে সঠিক সিদ্ধান্তই নিচ্ছে সরকার।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে অর্থহীন মন্তব্য করে সরকার প্রধান বলেন, এতে শুধু অস্ত্র ব্যবসায়ীদের লাভ হচ্ছে। বিপদে পড়েছে উন্নয়নশীল দেশগুলো।
অনুষ্ঠানে বিদেশগামীদের সঠিক প্রশিক্ষণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রশিক্ষণ ছাড়া প্রবাসে গিয়ে বিপদে পড়তে হয়। দেশে টাকা পাঠানোর প্রক্রিয়া আরো সহজ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন শেখ হাসিনা।