যে সব এজেন্সির কারণে হজ যাত্রীরা ভোগান্তি ও হয়রানির শিকার হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
- আপডেট সময় : ০২:০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
- / ১৬২২ বার পড়া হয়েছে
যে সব এজেন্সির কারণে হজ যাত্রীরা ভোগান্তি ও হয়রানির শিকার হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী দিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাজিরা যাতে সহজে হজ পালন করতে পারে তার সবত ব্যবস্থা নিয়েছে সরকার। তবে কিছু এজেন্সির কারণে তা ব্যাহত হচ্ছে।
হজে যাওয়ার আগে রাজধানীর আশকনায় হজ ক্যাম্পে সংবাদ সম্মেলন করে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ বছর হজ্ব ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরেন মন্ত্রী। জানান হাজীদের নির্বিঘ্নে হজ করার সমস্ত ব্যবস্থা নিয়েছে সরকার। কিছু এজেন্সির ও ব্যাংকের গাফিলতের কারণে যাত্রীদের ভোগান্তি হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশের উচ্চারণ করেন তিনি। তবে এ বছর ভিসা জটিলতা হয়নি দাবী করে তিনি বলেন, ভিসা নিয়ে মিথ্যে তথ্য প্রচার করা হয়েছে। ১২ ই জুনের মধ্যে হজ যাত্রীরা সবাই সৌদি আরবে পৌঁছাতে পারবেন বলেও জানান ধর্মমন্ত্রীর ফরিদুল হক খান।