যোগ্যতার ভিত্তিতে মেয়র ও কাউন্সিলন প্রার্থী মনোনয়ন দেবে দলের মনোনয়ন বোর্ড
- আপডেট সময় : ০২:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
যোগ্যতার ভিত্তিতে মেয়র ও কাউন্সিলন প্রার্থী মনোনয়ন দেবে দলের মনোনয়ন বোর্ড-এমন তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। এসময় ডাকসুর ভিপিকে কথা বলার ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। প্রয়াত আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন তোফায়েল আহমেদ।
মুক্তিযুদ্ধের অন্যমত সংগঠক ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুর রাজ্জাকের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও যুবলীগ।পরে গণমাধ্যমের মুখোমুখি হন মরহুম আবদুর রাজ্জাকের ঘনিষ্ট সহচর তোফায়েল আহমেদ।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে যোগ্য ও আদর্শবানদের মনোনয়ন দেয়ার কথা জানান তিনি। নুরুল হক নুরের ওপর মুক্তিযোদ্ধা মঞ্চের হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানান ডাকসুর সাবেক ভিপি। ছাত্র রাজনীতি নিয়ে মন্তব্য করতে বিব্রতবোধ করেন তিনি। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদের নেতাদের নিরপেক্ষ ভূমিকা রাখারও পরামর্শ দেন তোফায়েল আহমেদ।