রংপুরের তিস্তা ব্যারেজ সেচ ক্যানেলের পাড় ভেঙে আটটি গ্রাম প্লাবিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
রংপুরের তারাগঞ্জে তিস্তা ব্যারেজ সেচ ক্যানেলের পাড় ভেঙে আটটি গ্রাম প্লাবিত হবার ঘটনা ঘটেছে। এতে পানির নিচে তলিয়ে গেছে গ্রামের রাস্তাঘাটসহ প্রায় ৩০ হেক্টর আবাদি জমি।
সকাল সাড়ে আটটার দিকে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নে তিস্তা ব্যারেজ সেচ ক্যানেলের পাড় ভেঙ্গে যায়। এতে ৩নং অনন্তপুর ওয়ার্ডের মিস্ত্রিপাড়া, দক্ষিণপাড়া, ডাঙ্গাপাড়া, হাজিপাড়া, বড়বাড়ি, আখিরারপাড়সহ দশটি গ্রাম প্লাবিত হয়েছে।পাড় ভেঙে যাবার পর থেকে পানির তীব্র স্রোতে গ্রামের গ্রামের পর প্লাবিত হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এব্যাপারে তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা অশোক কুমার জানান, তিস্তা সেচ ক্যানেল পাড়ের ৪০ ফিটের মত অংশ ভেঙে গেছে। এতে নিচু এলাকার জমিসহ কৃষি জমিতে পানি ঢুকে পড়েছে। দুই একদিন পর ক্ষতির পরিমান জানা যাবে বলে জানান তিনি।