রংপুরের পাগলাপীরে ট্রাক চাপায় ব্যাটারী চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
রংপুরের পাগলাপীরে ট্রাক চাপায় ব্যাটারী চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত আরো দশ জনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার সকালে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে দু’টি ব্যাটারী চালিত অটোরিকশায় কয়েকজন রংপুর নগরীর হাজিরহাট যাচ্ছিলেন। অটোরিকশা দুটি পাগলাপীরে পৌঁছুলে পেছন দিক থেকে আসা একটি ট্রাকের সামনের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটো রিকশা দুটোকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়।