রংপুরের মাঝিপাড়ায় ২০টি বাড়িতে আগুন
- আপডেট সময় : ০৭:০৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
রংপুরের পীরগঞ্জে একটি মন্দিরসহ অন্তত ২০টি বাড়ি-ঘরে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। বেশকিছু বাড়ীতে লুটপাটের অভিযোগও পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও রাবার বুলেট নিক্ষেপ এবং জিজ্ঞাসাবাদের জন্য ৪২ জনকে আটক করেছে। এ ঘটনায় দুটি মামলাও করা হয়েছে।
রোববার পীরগঞ্জ উপজেলার বড় করিমপুর মাঝিপারায় এক কিশোর ফেসবুকে অবমাননাকর ছবি পোস্ট করলে রাতেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ সময় ওই কিশোরসহ তার পরিবারের নিরাপত্তা দেয় পুলিশ। ঘটনাটি আরো বেশি জানাজানি হলে মাঝিপাড়ার কয়েকটি মন্দিরসহ হিন্দুদের বাড়ি-ঘর ও দোকানে আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা। মুহুর্তের মধ্যে পুড়ে যায়, মন্দিরসহ প্রায় ২০টি বাড়ি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪২ জনকে আটক করা হয়। দোষীদের আইনের আওতায় আনার কথা জানান রংপুর রেঞ্জের ডিআইজি।
ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের পূর্নবাসনের সিদ্ধান্ত জানালেন বিভাগীয় কমিশনার।
এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবীতে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে পূজা উদযাপন পরিষদ।