রংপুরে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১
- আপডেট সময় : ০৫:৫৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
- / ১৬২১ বার পড়া হয়েছে
আধিপত্য বিস্তারের জেরে রংপুরের কাউনিয়া উপজেলার খানসামায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সোনা মিয়া নামের এক আওয়ামী লীগ কর্মী নিহতের ঘটনায় ওই এলাকার কয়েক গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। হত্যাকান্ডের ঘটনাস্থল খানসামা বাজারের অধিকাংশ দোকানপাট এখন বন্ধ।
গেলরাত থেকে মোতায়েন করা হয়েছে পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের পর দাফন করা হবে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের নেতৃত্বে দু’টি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। গত ১০ এপ্রিল জেলা আওয়ামী লীগ আয়োজিত উপজেলার ৬ ইউনিয়ন ও ৬৩ ওয়ার্ড কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করলে দুই পক্ষের অসন্তোষ তীব্র আকার ধারণ করে।
গতকাল বিকেলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ঈদ শুভেচ্ছা বিনিময় করতে খানসামা বাজারে যান। এসময় শ্লোগান দেয়া কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এরই জেরে সন্ধ্যার পর একদল সন্ত্রাসী সোনা মিয়াকে কুপিয়ে হত্যা করে বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।নিহত সোনা মিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম মায়ার সমর্থক ছিলেন।