রংপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন পালিত
- আপডেট সময় : ০৬:০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
শ্রদ্ধা আর অগণিত ভক্ত সমর্থকের ভালোবাসায় রংপুরে পালিত হয়েছে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মদিন। প্রিয় নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল, আলোচনা সভাসহ নানা আয়োজনে দিবসটি পালন করেন দলটির নেতা কর্মী ও সমর্থকরা।
আধুনিক বাংলার রূপকার, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিনকে ঘিরে সকাল থেকেই নগরীর পল্লী নিবাসে ছিল নেতা-কর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড়। এ সময় প্রিয় নেতার জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে নেতার সমাধিস্থলে একটি গবেষণা কেন্দ্র নির্মাণের দাবি জানান নেতাকর্মীরা।
বেলা ১১ টায় জেলা ও মহানগর জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। পরে দোয়া মাহফিল ও আলোচনা সভায় দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদের উন্নয়নমূলক কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরার প্রত্যয়ের কথা জানান নেতারা।
এ সময় জনগণের অধিকার আদায়ে নেতাকর্মীদের সঙ্ঘবদ্ধভাবে দলকে এগিয়ে নেয়ার আহ্বান জানান সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
১৯৩০ সালের ২০মার্চ কুড়িগ্রাম শহরের লাল দালান খ্যাত নানার বাড়িতে জন্মগ্রহণ করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আর ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।