রংপুরে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সৈকত মন্ডলসহ আদালতে দু’জনের দোষ স্বীকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
রংপুরের পীরগঞ্জের জেলেপল্লিতে সহিংসতার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বহিস্কৃত ছাত্রলীগ নেতা সৈকত মন্ডল ও সহযোগী রবিউল ইসলাম দোষ স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠিয়েছে।
দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে আনা হয়। পরে সহিংসতার উস্কানী দাতা বহিস্কৃত ছাত্রলীগ নেতা সৈকত মন্ডল এবং রবিউল ইসলাম ১৬৪ ধারায় বিচারকের খাস কামরায় জবানবন্দী দেন। এ ঘটনায় এখন পর্যন্ত পৃথক ৪ টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর মধ্যে তিনটিই হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। এছাড়াও রিমান্ডে নেয়া ৩৭ জনকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।