রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকি রনিকে অব্যাহতি
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযোগে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকি রনিকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। রনির বিরুদ্ধে নারী কেলেংকারীসহ একাধিক অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।
সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক আদেশে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়। একই সাথে রংপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরকারকে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। ইতিপূর্বে দল থেকে তাকে বহিস্কারের দাবিতে মানবন্ধনসহ বিভিন্ন কর্মসুচি পালন করে ছাত্রলীগ।