রক্তের বিনিময়ে অর্জিত পতাকার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকতে বিমান বাহিনীর প্রতি আহবান
- আপডেট সময় : ০১:১৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
রক্তের বিনিময়ে অর্জিত পতাকার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকতে বিমান বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সততা, দেশপ্রেম ও আন্তরিকতা নিয়ে দেশের কল্যাণে কাজ করার নির্দেশ দেন তিনি।
পেশাদারিত্ব, কর্মদক্ষতা ও দেশপ্রেমের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ বিমান বাহিনীর ১১ ও ২১ স্কোয়াড্রন অর্জন করেছে জাতীয় পতাকা। যশোরে বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে অনুষ্ঠিত জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বিদেশ নির্ভরতা কমিয়ে ভবিষ্যতে দেশেই যুদ্ধবিমান তৈরী করা হবে-এমন পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। আর্থ-সামাজিক উন্নয়নে নেয়া সরকারের পরিকল্পনা বাস্তবায়নে দায়িত্বশীল ভুমিকা রাখতে বাহিনীর প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।