রঙতুলিতে প্রতিমা সাজাতে ব্যস্ত পূজা মন্ডপের কারিগররা

- আপডেট সময় : ০৫:৩৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। এখন চলছে প্রতিমা সাজানোর শেষ মুহুর্তের প্রস্তুতি। এদিকে পূজাকে ঘিরে ঘর গোছাতে ব্যস্ত নারীরা।সাতক্ষীরায় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তার বিষয়ে সিসি ক্যামেরাসহ সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা জানান পুলিশ সুপার।
ময়মনসিংহ মহানগরীতে ৮৩টিসহ জেলায় ৮১৪টি স্থানে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপুজা। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে প্রতিমা তৈরির কাজ। তাদের প্রত্যাশা আনন্দঘন পরিবেশে শুরু হয়ে হবে দুর্গাপূজা।
কিছুটা শংকার কথা জানালেও মা দূর্গাকে বরণের কথা বলছেন পূজা উদযাপন পরিষদের নেতারা।
পূজাকে ঘিরে জেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন।
সাতক্ষীরায় শেষ সময়ের পূঁজা মন্ডপ গুলোতে চলছে প্রতিমা তৈরীর কাজ। এবছর সাতক্ষীরায় ৫৯১টি মন্ডপে চলছে দেবীদূর্গার প্রতিমা তৈরি। প্রতিমা শিল্পীদের নিপুন হাতের ছোঁয়ায় একে একে তৈরি হচ্ছে প্রতিমা। এখন চলছে রঙ রং তুলির কাজ।
উৎসব শান্তিপূর্ণ করতে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে চাওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা জানান পূজা কমিটি।
এদিকে, দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তার বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান, পুলিশ সুপার।
আগামী ১ অক্টোবর ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হয়ে ৫ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গাপূজা।