রফতানিমুখী সব শিল্প-কারখানা খোলার খবরে রাজধানীতে ফিরতে শুরু করেছে শ্রমিকরা
- আপডেট সময় : ১২:৫৭:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
রোববার থেকে গার্মেন্টসসহ রফতানিমুখী সব শিল্প-কারখানা খোলার খবরে রাজধানীতে ফিরতে শুরু করেছে শ্রমিকরা। মাদারীপুরের বাংলাবাজার-শিমুলীয়া নৌপথে সীমিত ফেরি পারাপারে রয়েছে ঢাকামুখী যাত্রীদের ভীড়।
সকালে থেকেই ঢাকামুখী যাত্রীর ভীড় রয়েছে চোখে পড়ার মতো। কঠোর বিধিনিষেধে ৯ম দিনে মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল আগের তুলনায় বেড়েছ। কাজে যোগ দিতে শ্রমিকরা গাদাগাদি করেই পদ্মা পাড়ি দিচ্ছেন। মাস্ক ব্যবহারে তেমন সচেতনতা দেখা যায়নি। বিধি মানার তেমন কোন লক্ষ্মন নেই। এদিকে পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্রোতের গতিও বৃদ্ধি পেয়ে ফেরি পারাপারে আগের চেয়ে দ্বিগুন সময় ও অতিরিক্ত জ্বালানী ব্যয় হচ্ছে। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি।
এদিকে, শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটের মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে উপছে পড়া মানুষের ঢল দেখা গেছে। আর এ নৌ-রুটে ফেরী সংল্পতার কারনে ফেরী পার হচ্ছেন হাজার হাজার মানুষ । ঘাটে আসার পর গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়ছেন সাধারন মানুষ। অগত্য পাঁয়ে হেঁটে গন্তব্যের দিকে ছুটছতে হচ্ছে তাদের। অনেকে পন্যবাহী ট্রাক ও রিক্সাভ্যানে করে রাজধানীতে আসছেন।।