রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে কাচারিবাড়িতে তিন দিনব্যাপী জন্মজয়ন্তী উৎসব
- আপডেট সময় : ০৫:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ১৭০২ বার পড়া হয়েছে
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের কাচারিবাড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জন্মজয়ন্তী উৎসব। প্রথমদিন সকাল থেকেই রবীন্দ্র প্রেমিদের পদচারনায় মুখর হয়ে উঠে কাচারিবাড়ি প্রাঙ্গন। কুষ্টিয়ার শিলাইদহে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।
সিরাজগঞ্জের শাহজাদপুরের কাচারিবাড়িতে দিন ভর নাচ-গান আলোচনা মধ্যে দিয়ে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে নাচ-গানে, আবৃত্তির পাশাপাশি রং-তুলিতে একদল শিল্পী মনের ক্যানভাসে আঁকেন রবি ঠাকুরের ছবি।
এদিকে.. উদ্বোধনী আয়োজনে এসে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, বঙ্গবন্ধু রবি ঠাকুরের শিল্প ও কর্মকে তার মনে ধারন করতেন। রবি ঠাকুরের লেখা জাতীয় সংগীত।
সকালে কুষ্টিয়ার শিলাইদহে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিন দিনব্যাপী জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেয় আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। এসময় তিনি বলেন,বর্তমান সরকার শেখ হাসিনার নেতৃত্বে বিলুপ্তপ্রায় সাহিত্যিকদের স্মৃতি তুলে আনার চেষ্ট অব্যাহত থাকবে।
কুমিল্লায় নানা আয়ো জনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।সকালে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে কবির মূরালে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।