রমজানকে সামনে রেখে প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
- / ১৭২০ বার পড়া হয়েছে
রমজানকে সামনে রেখে প্রায় প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্যের দাম। এতে করে ভোগান্তিও বাড়ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তসহ সাধারণ মানুষের।
রমজান এলেই এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে থাকে, বলে জানান সাধারণ মানুষ। এ বিষয়ে নজরদারী আরো বাড়ানোর দাবী ভোক্তাদের। গত সপ্তাহের তুলনায় চাল,ডাল,পেয়াজ,রসুনসহ কয়েকটি পন্যের দাম বেড়েছে। হবিগঞ্জে মোটা চাল বিক্রি হয়েছে ২৬ শ টাকা বস্তা কিন্তু এ সপ্তাহে খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৩ হাজার টাকা দরে। এ ছাড়াও মিনিকেট, নাজিরসাইল চালের দামও বস্তা প্রতি বেড়েছে ২শত টাকা করে। পেয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১০ থেকে ১১৫ টাকা করে। এদিকে সবজীর দামও বেড়েছে খুচরা বাজারে।