রমজানের তৃতীয় জুমার নামাজে ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল
- আপডেট সময় : ০৮:০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ১৭২২ বার পড়া হয়েছে
পবিত্র রমজানের তৃতীয় জুমার নামাজে ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল নামে জাতীয় মসজিদে বায়তুল মোকাররমে। মোনাজাতে তারা চোখের পানিতে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন।
একইসঙ্গে মুসলিম উম্মাহর শান্তি কামনা এবং রাষ্ট্রীয় সংকট উত্তরণের প্রার্থনা করেন তারা। বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্যও দোয়া করা হয়। সোহান খানের প্রতিবেদন।
পবিত্র মাহে রমাজানের তৃতীয় জুমার নামাজে অংশ নিতে রাজধানী ও তার আশাপাশের এলাকা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল নামে।
নামাজ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় বায়তুল মোকাররম মসজিদসহ পুরো এলাকা। মাহে রমজানের মহাত্ম ও ফজিলত তুলে ধরে বিশেষ বয়ান ও খুতবা পাঠ করেন জাতীয় মসজিদের খতিব। সব ভেদাভেদ ভুলে কাতারে দাড়িয়ে নামাজ আদায় করেন লাখো মুসল্লি।
নামাজে শেষে মুনাজাতে, কান্নায় ভেঙ্গে পড়েন ধর্মপ্রাণ মুসল্লীরা। সামগ্রিক অস্থিরতা, যুদ্ধ বিগ্রহ দুর করে শান্তিময় বিশ্ব কামনা করা হয়।
মুসল্লীরা নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা করেন। ক্ষতিগ্রস্ত বঙ্গবাজারের ব্যবসায়ীদের জন্যেও দোয়া করেন তারা। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, সুষ্ঠুভাবে আগামী নির্বাচন অনুষ্ঠানসহ দেশে শান্তির জন্য বিশেষ দোয়া করেন কেউ কেউ।
লাখো মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি ছিলো বায়তুল মোকাররমকে ঘিরে।