রমজানের শুরু থেকেই অস্থির খুলনার নিত্যপণ্যের বাজার
- আপডেট সময় : ০১:২৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- / ১৭৭৩ বার পড়া হয়েছে
রমজানের শুরু থেকেই অস্থির খুলনার নিত্যপণ্যের বাজার।
বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, লেবু, শশা, ছোলার দাম বেড়েছে অস্বাভাবিক। এমনকি প্রতিটি লেবু বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়। বাজার নিয়ন্ত্রণে খুলনার বাজারে আভিযানের কথা বলা হলেও,কার্যত কাজে আসছে না বলছেন ক্রেতারা। নিত্য পণ্যের উচ্চ মূল্যে ক্রেতাদের মধ্যে অসন্তোষ ছিল লক্ষণীয়। আলু,দেশি রসুন, বেগুন, সব ধরনের মুরগির মাংস, গরুর মাংস এবং প্রায় সব ধরনের ডাল বিক্রি হচ্ছে বেশি দামে। এক সপ্তাহের ব্যবধানের বিভিন্ন বাজার ও এলাকার মুদি দোকানে প্রতি কেজি ছোলা, মুড়ি, খেজুর, বেসন, সরিষার তেল, বুটের ডালের দাম ১০-৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। আর শরবত তৈরির উপকরণ ইসবগুলের ভুসির দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা। খুলনার এলাকার বিভিন্ন বাজার ঘুরে খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়,দাম বেড়েছে মুগ ডাল, খেসারির ডাল, মটরের দাম।মুগ ডাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৯০ যা আগে ছিল ১৬০ টাকা ।প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১১০ টাকা, যা ২ মাস আগেও ৯০ টাকা ছিল। ২ মাস আগে যে মুড়ি ৮০ টাকা ছিল তা এখন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি মাঝারিমানের তিউনিশিয়ান খেজুর বিক্রি হচ্ছে ৬০০ টাকা। যা ২ মাস আগে ৩০০-৩৫০ টাকায় বিক্রি হয়।