রমজানে টিসিবি নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
রমজানে টিসিবির মাধ্যমে এক কোটি মানুষকে ন্যায্যমূল্যে ডাল, চিনি, তেল, পেঁয়াজ, খেজুর ও ছোলা সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, বর্তমানে ৪০০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে।
দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে বেড়ে যাওয়ায় দেশীয় বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি না করে উপায় ছিল না। আমদানিকারকরা না আনলে সমস্যা আরও বাড়বে। পেঁয়াজের দাম নিয়ে টিপু মুনশি দাবি করেন, কৃষকের উৎপাদন ব্যয়ের সাথে সামঞ্জস্য রয়েছে।