রমজানে স্কুল-কলেজে কোন রুটিনে ক্লাস হবে তা নির্দিষ্ট করেছে মাউশি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
রমজানে স্কুল-কলেজে কোন রুটিনে ক্লাস হবে তা নির্দিষ্ট করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি।
নির্দেশনা অনুযায়ী এক শিফটের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন ৫টি ক্লাস এবং দুই শিফটে চারটি ক্লাস অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সই করা অফিস আদেশে বলা হয়, এক শিফটের প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস চলবে। এছাড়া দুই শিফটের প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৮টা থেকে ১১টা ১০ মিনিট এবং দিবা শিফটে সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ক্লাস চলবে।
শিক্ষাপ্রতিষ্ঠান স্ব স্ব রুটিন প্রণয়ন করবে বলেও অফিস আদেশে বলা হয়।