রমজানে স্কুল বন্ধের হাইকোর্টের রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
- / ১৯১১ বার পড়া হয়েছে
রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
ফলে রমজানের প্রথম ১০ দিন প্রাথমিক আর ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চালুই থাকছে।
রমজানে স্কুল খোলা রাখার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে এ আদেশদেন। প্রথম রমজানে স্কুল খোলা নাকি বন্ধ থাকবে এ সিদ্ধান্তের জন্য দিনভর আদালতের দিকে তাকিয়েছিলেন দেশের কয়েক লাখ শিক্ষার্থী-অভিভাবক। স্কুল বন্ধের হাইকোর্টের আদেশে যারা সন্তুষ্ঠ হয়েছিলেন তারাও পড়ে যান দ্বিধায়। কেননা স্কুল খোলা রাখার সিদ্ধান্তে অনড় মন্ত্রণালয়। রমজানের আগের দিন রাষ্ট্রপক্ষ আপিল করে ।