বাজার মন্দা থাকায় পণ্যবাহী কন্টেইনার খালাসে অনাগ্রহ আমদানীকারকদের
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৩:০০:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বাজার মন্দা থাকায় রমজানকে কেন্দ্র করে আমদানী করা বিপুল পরিমাণ পণ্যবাহী কন্টেইনার খালাসে অনাগ্রহ দেখাচ্ছে আমদানিকারকরা। পরিস্থিতি মোকাবিলায়, ১৫ এপ্রিলের মধ্যে পণ্য খালাস না নিলে, চারগুণ জরিমানা আদায়ের ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
রমজান আর ঈদকে সামনে রেখে দেশের সবচেয়ে বড় পাইকারী বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অন্য বছরের চেয়ে পণ্য বেচাকেনা এবার অর্ধেকও নেই।
বেশ কিছুদিন ধরে বাজার অস্থির থাকায় অধিকাংশ শিল্প কারখানা পণ্য উৎপাদনে সক্ষমতার কম অংশ ব্যবহার করছে ।
নিয়মানুযায়ী কয়েকমাস আগে এলসি করা পণ্য হালে এসেছে চট্টগ্রাম বন্দরে। কিন্তু বাজারে চাহিদা না থাকায় তা খালাস করছে না আমদানীকারকরা। এতেই চিন্তিত বন্দর কর্তৃপক্ষ।
ব্যবসায়ীরা বলছেন, সংকটের মুলে না গিয়ে শুধু আমদানী কারকদের ওপর চড়াও হচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এতে সাময়িক সুফল এলেও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে জাতীয় অর্থনীতি।
সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন বলছে, পণ্য খালাস প্রক্রিয়া সহজিকরন না করে কঠোর হলেও লাভ হবে না।
আমদানী রপ্তানী কার্যক্রম তরাণ্বিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে কয়েক বছর ধরে বন্দর ও কাস্টমস ২৪ ঘন্টা খোলা থাকে। কিন্তু ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সক্রিয় না থাকায় সুফল আসছে না।