রমজান উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে বিক্রয় কার্যক্রম শুরু করেছে টিসিবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১৫২৬ বার পড়া হয়েছে
রমজান উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে বিক্রয় কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি।
যশোরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দ্বিতীয় ধাপে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়েছে। উপশহরের বি-ব্লক বাজারে ভর্তুকি মূল্যে পণ্য সংগ্রহ করেন কার্ডধারীরা।
জেলার সব ইউনিয়ন ও বাঘারপাড়া পৌরসভায় মোট ৩৮ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য সরবরাহ করা হচ্ছে।
পাবনার স্থানীয় জিসিআই স্কুল মাঠে বিক্রি উদ্বোধন করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।
মাদারীপুরে টিসিবির পণ্যের ওজন সঠিক কিনা মাঠ পর্যায়ে যাছাই করছে জেলা প্রশাসন। সকালে মাদারীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পৌর অডিটরিয়ামে টিসিবির কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।