রমজান উপলক্ষে রাজধানীর ৯০টি পয়েন্টে টিসিবি’র পণ্য বিক্রি জোরদার
- আপডেট সময় : ০৭:৪৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
রমজান উপলক্ষে রাজধানীর ৯০টি পয়েন্টে ডিলাদের মাধ্যমে ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি জোরদার করেছে বাণিজ্য মন্ত্রণালয়। তেল, চিনি, ছোলা, মসুর ডাল ও পেঁয়াজ বিক্রি নিয়ে নানা অনিয়মের অভিযোগ করেন দীর্ঘ লাইনে থাকা ক্রেতারা। আর, টিসিবি ডিলাদের দাবি, নিয়ম মেনে বিক্রি করা হচ্ছে।
টিসিবি’র পণ্য দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ন্যায্য মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে তাই দিনের শুরুতেই লাইনে দাঁড়ান নগরবাসী। দীর্ঘ লাইনে দাড়িঁয়ে দুপুর পর্যন্তও পণ্য কিনতে পারেনি অনেকে। নানা অভিযোগ তুলে ধরেন ক্ষুব্ধ ক্রেতারা।
ঢাকা সিটি করপোরেশন এলাকায় টিসিবি’র ট্রাক সেল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করছে কিনা জানতে চাইলে, নিয়ম মেনেই চলছে বলে জানান, ডিলাররা।
টিসিবির’র পণ্য বিক্রি নিয়ে কোনো রকম অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে বণিজ্য মন্ত্রণালয়।