রসালো ফল লিচুর মুকুলে ভরে উঠছে দিনাজপুরের বাগান
- আপডেট সময় : ১১:১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- / ১৭১৭ বার পড়া হয়েছে
আম লিচুতে ভরপুর জেলার নাম দিনাজপুর। এটি দিনাজপুরের ব্র্যান্ডিং নাম। রসালো ফল লিচুর মুকুলে মুকুলে ভরে উঠছে গাছগুলো। জানান দিচ্ছে রসালো ফল লিচুর আগমনী বার্তা। গাছে গাছে মুকুলের সোমারহ দেখে বুক ভরা স্বপ্নে বিভোর লিচু চাষিরা। গেল বারের মত এবারও বাম্পার ফলনের আশা চাষী ও ব্যবসায়ীদের। কৃষি বিভাগ বিষমুক্ত লিচু উৎপাদনে কৃষকদের পরামর্শ দিচ্ছে।
মুকুলে মুকুলে ভরে গেছে লিচু গাছগুলো। পরিচর্যায় ব্যস্ত চাষীরা। জেলার সিংহভাগ লিচু উৎপাদন হয়ে থাকে বিরল উপজেলার মাধববাটি গ্রামে। চাষিরা জানালেন গেলবারের চেয়ে এবার মুকুল বেশি ধরেছে। তাই বাম্পার ফলনের আশা করছেন চাষিরা।
এখন পর্যন্ত লিচুর মুকুলের অবস্থা বেশ ভালো।তবে গেল বারে প্রচন্ড তাপদাহে পুড়ে গেছে অনেক লিচু।সে রকম পরিস্থিতি না হলে এবার বাম্পার ব্যবসা হবে,জানালেন ব্যবসায়ীরা এদিকে কৃষি বিভাগ বলছে, ফেরোমেন ট্রাপ ব্যবহারের পরামর্শ দেয়া হেচ্ছে। জেলায় প্রতিবছর ৭০ হাজার থেকে ৮০ হাজার মেট্রিক টন লিচু উৎপাদন হয়ে থাকে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫০ কোটি টাকার মতো।