রহস্যজনক আগুনে পুড়ে গেছে দুটি তৈরী পোষাক কারখানার গুদাম
- আপডেট সময় : ১২:২২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের কর্ণফূলী এলাকায় রহস্যজনক আগুনে পুড়ে গেছে গোল্ডেন সন ও সিএসএল নামের এক ব্যাক্তির মালিকানাধিন দুটি তৈরী পোষাক কারখানার গুদাম।
রোববার সন্ধ্যায় নির্মানাধীন ১২ তলা ভবনের ৫ তলার ফেব্রিক্স গুদাম থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই তা ৬ ও ৭ তলায় পলি সেকশনে ছড়িয়ে পড়ে। প্রথম পর্যায়ে ৮ থেকে ১০ জন শ্রমিক ভবনটিতে আটকে পড়লেও পড়ে তারা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। সন্ধ্যায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসে গভীর রাতে। দমকল বাহিনীর ১২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিস জানায়, ক্ষতিগ্রস্থ ভবনের পাশে কোম্পানীটির অত্যাধুনিক আরেকটি কারখান রায়েছে। কিন্তু সেখানেও আগুন নির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা ছিলো না। এছাড়া নির্মাণ কাজ শেষ হবার আগেই ভবন ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। ঘটনা অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরুপনে তদন্ত কমিটি করা হয়েছে বলেও জানায় ফায়ার সার্ভিস।