রাখাইনে গণহত্যা নিয়ে মিয়ানমারের স্ববিরোধী সাফাই
- আপডেট সময় : ০২:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫২১ বার পড়া হয়েছে
রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা নিয়ে মিয়ানমারের স্ববিরোধী সাফাইয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে তিন দিনের শুনানি শেষ হয়েছে।
মিয়ানমারের বিরুদ্ধে করা ওই মামলায় গাম্বিয়া মূল বিচার শুরুর আগে অন্তর্বর্তীকালীন পদক্ষেপের জন্য আইসিজের কাছে আবেদন করেছে। দুই পক্ষের শুনানির পর আইসিজে স্বল্পতম সময়ে আদেশ দিতে পারেন। দ্য হেগে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ ওই আদালতে শুনানির সময় উপস্থিত বাংলাদেশের প্রতিনিধি দল এ ধারণার কথা জানায়। ওআইসির অন্যতম সদস্যদেশ হিসেবে বাংলাদেশের প্রতিনিধিরা শুনানিতে উপস্থিত ছিলেন। রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে পাল্টা যুক্তি উপস্থাপনের সময় গাম্বিয়াকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করেছে বাংলাদেশ। এ নিয়ে দ্য হেগ থেকে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, ‘গাম্বিয়ার আইনজীবীদের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় কেন এবং কোন পরিস্থিতিতে ২০১৭ সালের ২৫ আগস্টের ঘটনাপ্রবাহের সৃষ্টি, তার ঐতিহাসিক প্রেক্ষাপট জানানো হয়েছে। রোহিঙ্গাদের অধিকার সুরক্ষাবিষয়ক ওআইসির অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা কমিটির অন্যতম সদস্যরাষ্ট্র হিসেবে বাংলাদেশ এ দায়িত্ব পালন করেছে।