রাঙামাটিতে বর্ণিল সাজে সেজেছে পাহাড়ি তরুণ-তরুণী
- আপডেট সময় : ০৫:৩২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনের রঙ লেগেছে পার্বত্য জেলা রাঙামাটিতে। বর্ণিল সাজে সেজেছে পাহাড়ি-বাঙ্গালি তরুণ-তরুনীরা। আনন্দ উৎসবে মেতে উঠেছে বিভিন্ন বয়সী মানুষ। প্রিয়জনকে নিয়ে ঘুরে বেড়াতে ব্যস্ত সবাই। জেলার পর্যটন কেন্দ্রগুলোতে দেখা গেছে মানুষের বাড়তি চাপ।
আজ বিশ্ব ভালোবাসা দিবস। সে সাথে যোগ হয়েছে পহেলা ফাল্গুন। শীতের আমেজ না কাটতে বইতে শুরু করেছে বসন্ত বাতাস। প্রকৃতির এমন পালাবদলের রংগে যোগ হয়েছে ভালোবাসা দিবসের রঙ। এতে আনন্দের দোলা লেগেছে সব বয়সী মানুষের মনে। সকাল থকেই ফুলের দোকানে ভীড় করছেন তরুণ-তরুণীসহ নব দম্পতিরা।
দুটি দিবসকে ঘিরে আজ আনন্দে মেতে উঠেছে স্থানীয় বাসিন্দারা। প্রিয়জনকে ফুল উপহার দিয়ে, ঘুরে বেড়িয়ে দিনটি পালন করছেন তারা। রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলোতেও বেড়েছে দর্শনার্থীর ভীড়। করোনার প্রাদূর্ভাব কেটে পৃথিবী আবারো সুস্থ হয়ে উঠবে এমন প্রত্যাশা সকলের।
করোনার কারণে গেল বছর ম্লান ছিলো বিশ্ব ভালোবাসা দিবস। তবে এ বছর ব্যাপক সারা পড়েছে ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনে। এবার প্রত্যাশার চেয়ে বেশি ফুল বিক্রি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
দিবস দুটিকে ঘিরে রাঙামাটিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে টুরিস্ট পুলিশ।