রাঙামাটির মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসব উদযাপন

- আপডেট সময় : ০৯:১১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / ১৭৪৫ বার পড়া হয়েছে
পুরাতন গ্লানি ধুয়ে-মুছে নতুন বছরকে স্বাগত জানিয়ে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসব সম্পন্ন হয়েছে। উৎসবকে কেন্দ্র করে হাজারো নারী-পুরুষ সমবেত হন। এর মধ্য দিয়ে পাহাড়ে সপ্তাহব্যাপী প্রধান সামাজিক উৎসবের সমাপ্তি ঘটলো।
মারমা সাংস্কৃতিক সংস্থা’র কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সাংগ্রাই জল উৎসব উদ্বোধন করেন খাদ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। ঐতিহ্যবাহী ঘন্টা বাজিয়ে ও ফিতা কেটে জল উৎসব উদ্বোধন করা হয়। এরপর বাঁশি বাজার সাথে সাথে ছোট ছোট ডিঙ্গি নৌকায় রাখা পানি দিয়ে তরুন-তরুনীরা একে অপরকে ভিজিয়ে উৎসবে মেতে উঠে। এতে গত বছরের পাপ ও জরাজীর্ণ ধুয়ে-মুছে যায় বলে তাদের বিশ্বাস। পাশাপাশি চলে মারমা সম্প্রদায়ের নৃত্য ও সঙ্গীত। সাংগ্রাই উৎসবের সবচেয়ে আকর্ষনীয় পানি খেলা দেখার জন্য হাজারো নারী-পুরুষ, শিশু-কিশোর উৎসবে সমবেত হন। দূর-দুরান্ত থেকে আগত পর্যটকসহ পাহাড়ি-বাঙালির মিলন মেলায় পরিণত হয় উৎসবটি।