রাঙামাটির রাজবন বিহারে বৌদ্ধদের দু’দিনব্যাপী কঠিন চীবর দানোৎসব শুরু
- আপডেট সময় : ০৫:৩৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
- / ২৪৭৭ বার পড়া হয়েছে
রাঙামাটির রাজবন বিহারে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী কঠিন চীবর দানোৎসব। এটি দেশের সবচেয়ে বড় চীবরদান উৎসব। বৃহস্পতিবার বিকেলে শুরু হয় উৎসব। এতে দেশ-বিদেশের হাজার হাজার পূণ্যার্থীর ঢল নেমেছে। রাজবন বিহার প্রাঙ্গন ও এর আশেপাশে বসেছে গ্রামীণ মেলা। উৎসবকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
প্রবরণা পূর্ণিমার শেষ করে পার্বত্য চট্টগ্রামের আনাচে কানাচে মাসব্যাপী চলে বৌদ্ধ ধর্মবালম্বীদের কঠিন চীবর দানোৎসব। এ উৎসবের সব চেয়ে বড় আয়োজন হয় রাঙামাটি রাজ বনবিহারে। ৪৮তম কঠিন চীবর দানোৎসব উদ্বোধন করেন রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ান। ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরী এবং তা রং করে আগুনে শুকিয়ে বৌদ্ধ নারীরা বৌদ্ধ গুরুদের পরিধেয় চীবর বুনে তা দান করেন। কষ্টসাধ্য এ কাজকে কঠিন চীবর দান বলা হয়। বৌদ্ধদের বিশ্বাস এর মাধ্যমে ইহকাল ও পরকালে শান্তি লাভ করা যায়।
কঠিন চীবরদান কেন্দ্র করে রাজবন বিহারে বসেছে গ্রামীণ মেলা। যেখানে দেশ-বিদেশের হাজার হাজার মানুষের সমাগম ঘটে। উৎসব আনন্দে মেতে ওঠে সব সম্প্রদায়ের মানুষ। সর্ব বৃহৎ এ উৎসবের মাধ্যমে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি আরো বৃদ্ধি পাবে বলে জানান আয়োজকরা। উৎসবের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারির পাশাপাশি তিন স্তরের ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কঠিন চীবর দানোৎসবের মধ্য দিয়ে পাহাড়ি জনগোষ্ঠির মাঝে শান্তি ও সম্প্রীতির বাণী ছড়াবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।