রাঙামাটির লংগদুর দুর্গম কাট্টলীতে দু’পক্ষের বন্দুকযুদ্ধে নিহত ৬, আহত ৩
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫০:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
রাঙামাটির লংগদুর ছোট দুর্গম কাট্টলী এলাকায় দুই গ্রুপের বন্দুকযুদ্ধে ৬ জন নিহত ও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের বিষয়ে সত্যতা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান,গতকাল রাত সাড়ে ৮ আটটার দিকে লংগদুর কাট্টলী এলাকায় জনসংহতি সমিতি ও ইউপিডিএফ মুল দলের সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে। এদিকে, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম জানায়, গত রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে। কিন্তু এখনও পর্যন্ত ৬ জন নিহতের বিষয়ে নিশ্চিত নই। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এলাকাটি দুর্গম। পুলিশ ঘটনাস্থল থেকে ফিরলে বিস্তারিত জানা যাবে।