রাঙামাটির সাজেকে আগুনে পুড়ে গেছে বসতঘরসহ ৪ রিসোর্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
রাঙামাটির সাজেক পর্যটন এলাকায় আগুনে পুড়ে গেছে বসতঘরসহ ৪ রিসোর্ট। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগুন লেগে পুড়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, সাজেক পর্যটন এলাকায় গভীর রাতে আকাশ রিসোর্টের দ্বিতীয় তলা থেকে আগুনে সুত্রপাত। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়লে আকাশসহ পাশে থাকা মারুতি রিসোর্ট, মেঘস্যুট রিসোর্ট, সাজেক ইকোভ্যালি, ও জাকারিয়া লুসাই বাড়ি পুড়ে যায়। ক্ষয়ক্ষতির অভিযোগ প্রায় সাড়ে তিন কোটি টাকা। পুলিশ জানায়, সবার সহযোগিতায় আড়াইঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।