রাঙ্গামাটিতে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:১০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা না দেওয়ায়, পানি সরবরাহের পাইপ কেটে দেয়া ও জীবন নাশের হুমকির প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে লংগদু ভাসান্যাদমের শিলকাটাছড়াবাসী।
গেল ৯ ফেব্রুয়ারী লংগদুর শিলকাটাছড়ায় তিন শতাধিক পরিবারের পানি সরবরাহের জন্য পানি উন্নয়ন প্রকল্পের সরকারী কাজে দু’লাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে হামলা চালিয়ে পানির ট্যাংক ও ৩শ’ ফুট পানির পাইপ লাইন বিচ্ছিন্ন করে সরবরাহ বন্ধ করে দেয়। এরই প্রতিবাদে করা হয় মানববন্ধন। এ সময় বক্তারা অবিলম্বে ওই এলাকায় পানি সরবরাহের কাজ শুরু করার দাবি জানান। সেইসঙ্গে ৩ দিনের মধ্যে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।