রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের চরের বুক ভরে গেছে রসালো ফল তরমুজে

- আপডেট সময় : ০৭:২৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের চরের বুক ভরে গেছে রসালো ফল তরমুজে। এবার ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে চাষিদের মুখে। তীব্র গরমে বিক্রিও হচ্ছে বেশ চড়া দামে। কেউ ক্ষেত থেকে, কেউবা পাইকারি বাজারে নিয়ে বিক্রি করছেন।
রাঙ্গামাটি জেলায় এ বছর ২৫০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। ফলন বেশি হয়েছে লংগদু , নানিয়ারচর, বরকল, বাঘাইছড়ি ও রাঙ্গামাটি সদরে। চাষিরা জানান, খেত করতে দুই-তিন লাখ টাকা খরচ হয়েছে। এখন তরমুজ বিক্রি করে পাচ্ছে প্রায় ছ’লাখ টাকা। এখানকার তরমুজ যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম বরিশাল ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে।
পার্বত্য চট্রগ্রাম অঞ্চলে সবচেয়ে লাভজনক ও ঝুঁকিমুক্ত ফসলের মধ্যে তরমুজ অন্যতম বলে জানায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকদের নানা কারিগরি সহায়তা দিচ্ছে তারা। সময় মতো ঋণ পেলে, চাষিরা আরো বেশি তরমুজ উৎপাদন করতে পারবে বলে আশা করেন তারা।