রাজধানীতে আবারও ফিরে এসেছে চিরচেনা যানজট
- আপডেট সময় : ০২:৩৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
রাজধানীতে আবারও ফিরে এসেছে চিরচেনা যানজট। সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। স্কুল-কলেজ খোলায় যানজটে নতুন মাত্রা যোগ করেছে। কাঠ ফাঁটা রোদে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
শিক্ষা প্রতিষ্ঠান খোলার মধ্য দিয়ে শিক্ষার্থীদের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটলো। সকাল থেকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চিরচেনা সেই পরিবেশে স্কুলে ঢুকতে থাকে শিক্ষার্থীরা।
তবে, স্কুলে সরকারের দেয়া স্বাস্থ্য সুরক্ষা মানা হলেও, রাজধানীজুড়ে যানবাহনের চিত্র ছিল একেবারে ভিন্ন। অন্যান্য দিনের মত প্রতিটি সড়কে ছিল যানজট। শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় সেই যানজট যেন আরো তীব্র হয়।
এদিকে, তীব্র গরমের মধ্যে দিয়ে সামন্য পথ পারি দিতে সময় লাগছে ঘন্টার পর ঘন্টা। সরকারের নানা পদক্ষেপেও যানজট নিরসন না হওয়ায় ক্ষোভ জানায় যাত্রীরা।
তবে যানজট নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি সড়কে থাকা পুলিশ কর্মকর্তারা।
যানজটের যন্ত্রণাকে এখন অনিবার্য নিয়তি বলে মনে করেন অনেক নগরবাসী।